গোলাম মোস্তফা, তাড়াশ
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে বৈশাখী উৎসব পালন করা হয়েছে। তাড়াশ উপজেলা অডিটরিয়ামে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান। পরে সাংস্কৃতিক প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা মসগুল আজাদ, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম, মাগুড়াবিনোদ উইনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক প্রমূখ।