রাশিদুল হাসান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা- ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম, কৃষিবিদ মোঃ দোলায়ার হোসেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, রায়গঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ (তাপস), রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আতিক মাহমুদ আকাশ প্রমূখ।