একজন মাদ্রাসা শিক্ষকসহ তিনজনকে আটক করা হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালের ওপর ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। (২১ মার্চ) সোমবার সকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার। প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কেএম হোসেন আলী হাসান।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে ওয়াজ মাহফিলের পোস্টারটি নজরে আসে স্থানীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ ঘটনা ছড়িয়ে পড়লে অল্প সময়েই তা ভাইরাল হয়ে যায়। একই সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝর ওঠে। ঐ দিন দিবাগত রাতেই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এরপর রেজাউল করিম নামে একজন মাদ্রাসা শিক্ষকসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক আবু উবায়দার উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। হামিদুল ইসলাম পৌর এলাকার কহিত গ্রামের কাজেম আলীর ছেলে। তাড়াশ নূর মোহাম্মাদ তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম তাড়াশ পৌর সদরের বাসিন্দা। তার বাবা আমির হোসেন।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমূখ।