স ম আব্দুস সাত্তার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে : সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী বিলের পাড় এলাকায় নেশাগ্রস্থ্য স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এঘটনায় শনিবার বেলা ১২ টায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার পৃর্বক স্বামী রেজাউল করিম রেজু (৪০) কে আটক জেল হাজতে প্রেরন করছে। নিহত গৃহবধু সিরাজগঞ্জ সদর ইউনিয়নের টুকু ছোনগাছা গ্রামের আব্দুর রশিদের মেয়ে নার্গিস খাতুন (৩৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বিলের পাড় গ্রামের রেজাউল করিম রেজু প্রতিদিনের ন্যায় চা এর দোকান শেষে মদ্যপান করে বাড়ি ফিরে গৃহবধু নারর্গিস খাতুন (৩৫) কে ব্যাপক মারপিট করে। এতে সে শরীরের বিভিন্ন জায়গায় প্রচন্ড আঘাত পাপ্ত হলে তাকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে কর্মরত ডাক্তার তাকে বগুড়া হাসপাতালে রেফার্ড করা হলে শুক্রবার রাত ২ টার দিকে নারগিস খাতুন রাস্তায় মারা যায়। ঘটনাস্থল সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) ইমরান রহমান এবং রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরন করছে। #