বড়াইগ্রামে প্রতিবন্ধী সাইফুলের পাশে দাঁড়ালেন ইউএনও

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে  মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী সাইফুলের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ মারিয়াম খাতুন।
সোমবার(১৪ মার্চ) বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভার  কালিকাপুর গ্রামে ওই মানসিক প্রতিবন্ধী সাইফুলের বাড়িতে গিয়ে পরিবারের খোজ-খবর নেয় উপজেলা নির্বাহী অফিসার।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই রিক্সা চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাতো সাইফুল। স্ত্রী একছেলে ও এক মেয়ে ও মাকে নিয়ে ভালোই চলছিল সাইফুলের সংসার। হঠৎ একদিন মস্তিষ্ক সমস্যা দেখা দিলে অর্থাভাবে তেমন সঠিক চিকিৎসা করাতে পারেনি পরিবার। এরপর কারণে-অকারণে বাড়ি-ঘর ভাংচুরসহ মানুষকে মারধর করতে উদ্যত হতো। উপায় না দেখে গ্রাম প্রধানদের পরামর্শে বাধ্য হয়ে শিকলবন্দী করে রাখে পরিবার। পরিবারের লোকজন তার বাড়ির পাশে খোলা একটি জায়গায় পলিথিনের ছাউনি ও চটের বেড়া দিয়ে একটি তাঁবু তৈরি করে দিয়েছেন। হারিয়ে যাওয়ার ভয়ে ছাউনি সংলগ্ন সুপারির গাছের সাথে শিকল বেঁধে পায়ে পরিয়ে রাখে। দীর্ঘ ১২ বছর ধরে এ ভাবেই চলতে থাকে সাইফুলের জীবন।
সাইফুলের মা হেলেজান বেগম বলেন, পরিবারের আয় বলতে শুধু মাসিক বরাদ্দের প্রতিবন্ধী ভাতার টাকা। সাইফুল অসুস্থ হওয়ার পর থেকেই আমি ও ছেলের বৌ মানুষের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালায়। নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার ( ইউএনও) মারিয়াম খাতুন বলেন, সাইফুলের পরিবারটি সত্যিই অসহায় তাকে চিকিৎসা করলে সে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে নগদ ৫ হাজার টাকা, একটি ঘর, ছেলে-মেয়েদের পড়াশোনা খরচ এবং সাইফুলের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD