তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁয় শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে ৩ দিন ব্যাপী বার্ষিক ওরস শরীফ আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। আর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওই ওরস আগামী শনিবার পর্যন্ত চলবে।
জানা গেছে, আজমীর শরীফের পীর খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) আধ্যাত্বিক গুরু ছিলেন শাহ শরীফ জিন্দানী (রহঃ)। তিনি ভারতের আজমীর শরীফ থেকে মধ্যযুগে ধর্ম প্রচারের জন্য এখানে এসেছিলেন। তার মূত্যুর পর থেকেই চৈত্র মাসের প্রথম বৃহস্প্রতিবার থেকে এই পবিত্র রওজা মোবারক স্থানে ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। আর এত লাখ লখে ভক্ত আশেকান , জাকেরান অংশ নিয়ে থাকেন। ওরস চলাকালে শুক্রবার উওরাঞ্চলের মধ্যে সর্ব বৃহত জুম্মার নামাজে দেশ ও জাতির মঙ্গল কামনায় এখানে বিশেষ মোনাজাত করা হয়। এ বছর মোনাজাত পরিচালনা করবেন নওগাঁ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আলী আকবার। তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, ওরসের নিরাপত্তায় সকল ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম জানান, ওরসের সার্বিক ব্যাবস্থাপনায় সকল ব্যাবস্থা নেয়া হয়েছে।