সিরাজগঞ্জে তাড়াশে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২২ইং উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত তাড়াশ ডিগ্রি কলেজ গেট থেকে একটি বণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষ করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিদুৎ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মনোয়ার খাতুন মিনি, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।