মো: মনিরুল ইসলাম : সিরাজগঞ্জের বেলকুচিতে জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো, সেভ দ্যা কান্ট্রি ও পরিবর্তনের আয়োজনে ১৭ মার্চ ২০২২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকীতে জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ৬৪টি শিক্ষণ কেন্দ্রে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মো: গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা প্রমূখ।
দিবস উপলক্ষে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ক্ষিদ্রমাটিয়া শিখন কেন্দ্রসহ প্রতিটি শিখন কেন্দে জাতীয় পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবদুর রাজ্জাক রাজুর স্বরচিত কবিতা “খোকা মোদের অনুপ্রেরণা” আবৃত্তি করেন খাদিজা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রোগ্রামের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শরদিন্দু মজুমদার, প্রোগ্রাম সুপারভাইজার মো: আ: সালাম, মো: ফরিদুল ইসলাম, মো: নুরুল ইসলাম, মোছা: খাদিজা খাতুন, মো: মনিরুল ইসলাম, সাপোর্ট স্টাফ মো: ইসমাইল হোসেনসহ শিক্ষন কেন্দ্রর শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, পরিবর্তন সংস্থা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহায়তায় বেলকুচি উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে।