সাঈদ সিদ্দিক:
নাটোরের বড়াইগ্রামে মির্জা মাহমুদ খাল পুন খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের কাঁছুটিয়া পুলিশ বক্স নামক স্থানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিএডিসি’র কর্মকর্তাদের উপস্থিতিতে এ কাজের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সাংসদ ও নাটোর জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।পরে কাঁছুটিয়া ঈদগাহ মাঠে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএডিসি’র নাটোর রিজিয়ন নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, ইউনিয়ন চেয়ারম্যান চাঁদ মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোঃ জিয়াউল হক প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন,খালটির পুন খনন কাজ সম্পূর্ণ হলে কামারদহ,কুমুরুল, রামাগাড়ি ও কাটাশকোল গ্রামের ২২টি বিলের প্রায় ৩০০-৫০০হেক্টর জমির পানি নিষ্কাশন হবে।