চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৯ মার্চ) দুপুরে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মাধাইনগর ইউনিয়নের মাধাইননগর গ্রামের মৃত রাম চন্দ্রের ছেলে নাপু চন্দ্র, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের মোজাম্মেল আলী, সগুনা ইউয়িনের কামারশোন গ্রামের সাজেদুল ইসলাম, মুঞ্জিল হক, শরিফুল ইসলাম ও হাবিব রহমান।তাড়াশ থানার অফিসার ইনর্চাজ মো: ফজলে আশিক জানান, গত রাতে থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত ৬ আসামিকে বিভিন্নস্থান গ্রেপ্তার করা হয়েছে।পরে বুধবার দুপুরে তাদেরকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।