তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন মো. সুলতান মাহমুদ। গতকাল বুধবার (৯ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ওই বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়- বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে এক সিদ্ধান্ত মোতাবেক তাড়াশ উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করা হলো।
দায়িত্ব পাওয়ার পর জানতে চাইলে তাড়াশ উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যে বিশ্বাস ও আস্থা রেখে আমায় দায়িত্ব দিয়েছেন। সততা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করবো। তিনি আরও বলেন- ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। সঠিক ভাবে দায়িত্ব পালনের মধ্যে জাতির স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করে যাব এবং ঐক্যবদ্ধ ছাত্রলীগ গঠনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করব।