চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার ফরিদপুরে মানান গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র সিহাব উদ্দিন (৯) বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহত সিহাব উদ্দিন উপজেলার মানান গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শিশুর পিতা রফিকুল ইসলাম জানান, বুধবার সন্ধার দিকে সিহাব ছাগলকে খাওয়ানোর জন্য গাছের পাতা পারতে লোহার রড নিয়ে বাড়ির পাশের মসজিদের ছাদে ওঠে। এ সময় হঠাৎ করে রড বিদ্যুতের তারে লেগে যায়। এসময় সিহাবের গায়ে আগুন লেগে ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। ফরিদপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।