স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ৮ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় ।
এতে সভাপতির ভাষন দেন ইউএনও মো. মেজবাউল করিম এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ফিরোজা বিউটি, পরিবর্তনের উপপরিচালক রোখসানা খাতুন, মহিলা নেত্রী মিনতি রানী, সাংবাদিক আব্দুল বারী ও মোতালেব হোসেন মামুন. মাগুড়াবিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম , উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নুরুন্নবী হোসেন।