সাব্বির আহম্মেদ : সাতদিনের ব্যবধানে সিরাজগঞ্জের তাড়াশে অন্ততঃ ২০টির মত মসজিদ-মাদ্রাসা থেকে সরকারীভাবে বরাদ্দ পাওয়া সৌর বিদ্যুত প্যানেলের মুল্যবান ব্যাটারী চুরি হয়ে গেছে। এতে করে ওই সকল মসজিদ-মাদ্রাসায় সোলারগুলো অকেজো হয়ে পড়ায় আলোর স্বল্পতা দেখা দেওয়ায় স্বাভাবিক ধর্মীয় রীতিনীতি পালনে ওই সকল মসজিদ -মাদ্রাসাগুলোতে প্রভাব পড়ছে।
জানা গেছে, বিগত কয়েক বছরে সরকারী ভাবে তাড়াশ উপজেলার প্রায় সকল মসজিদ-মাদ্রাসাতেই বিদুৎতের বিকল্প হিসেবে সোলার প্যানেল বরাদ্দ দিয়ে তা বিতরণ করা হয়। আর সেই থেকে ওই সকল মসজিদ-মাদ্রাসায় ধর্মীয় কাজ করার সময় বিদুৎতের বিকল্প হিসেবে ওই সোলার প্যানেলগুলো ব্যবহার হয়ে আসছে। কিন্ত হঠাৎ করেই তাড়াশ উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দিন ও রাতে গণহারে সোলারের ব্যাটারীগুলো চুরির হিড়িক পড়েছে। একাধিক মসজিদ-মাদ্রাসার কমিটি সুত্রে জানা গেছে, গত সাত দিনের ব্যাবধানে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের জামে মসজিদ, ওয়াশীন কওমী মাদ্রাসা, উত্তর মথুরাপুর জামে মসজিদ,বেত্রাসেন জামে মসজিদ, বড় পুকুরিয়া মসজিদ,শুভার জামে মসজিদ,তালম ইউনিয়নের নামা সিলট জামে মসজিদ সহ প্রায় ২০ টির অধিক মসজিদ-মাদ্রাসা থেকে সোলার ব্যাটারী ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। ওয়াশিন জামে মসজিদের মুয়াজ্জিন মোক্তার হোসেন জানান, যোহরের নামাজ আদায় জরুরী কাজে বাহিরে চলে যাই। একটু পরে এসে দেখি মসজিদের সোলারের ব্যাটারী নেই। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।