তাড়াশে এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Spread the love

আনোয়ার হোসেন সাগর : আজ বুধবার (০৩-১১-২০২১ইং) তারিখে তাড়াশ উপজেলার ০৫নং নওগাঁ ইউনিয়ন পরিষদের দোবিলা ইসলামপুর সিনিয়র আলিম মাদ্রাসা ও  মসজিদ সংলগ্ন এতিমখানার উদ্দ্যগে এতিম ছাত্রদের মাঝে কম্বল, শীতবস্ত্র, রুমাল বিতরণ করলেন এয়াতিমখানার কর্তৃপক্ষ। গরিব, অসহায় ও এতিম বাচ্চাদের এই শীত বস্ত্র দেওয়া হয়।উক্তশীতবস্ত্র বিতরনী সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুস ছালাম মুন্টু। প্রধান অথিতি হিসেবে ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন  (বি,এ)। সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সরদার মোঃ আঃ জব্বার বিদ্যুৎ ও দোবিলা ইসলামপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবু বক্কার সিদ্দিক,এছাড়া আরো অন্যান্য ব্যাক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ সভাশেষে মোঃ সোলায়ান হোসেন (বি,এ) এর সাথে কথা বলে জানা যায় যে, এয়তিম বাচ্চাদের শীতে কষ্ট হয় তাই এতিমখানার এই উদ্দ্যোগ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD