নাসার রোবটের মঙ্গলে অবতরণ

Spread the love

চলনবিল বার্তা ডেস্ক: আমেরিকান মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান পারসিভেয়ারেন্স রোবট মঙ্গলগ্রহের পৃষ্ঠে অবতরণ করেছে। গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ৫৫ মিনিটে মঙ্গলে অবতরণ করেছে এই রোবট মহাকাশযান।মঙ্গলে অবতরণের যে মুহুর্তে রেডিও সিগন্যাল নিশ্চিত করে এই সাফল্যের খবর, তৎক্ষণাৎ উল্লাসে ফেটে পড়েন নাসার বিজ্ঞানীরা।
বিবিসি জানিয়েছে, পারসিভেয়ারেন্সের দীর্ঘ সাত মাসের যাত্রা ছিল এটি। ছয় চাকার এই স্বয়ংচালিত যানটি পৃথিবী থেকে তার ৪৭০ মিলিয়ন কিলোমিটার (৪৭ কোটি মাইল) পথের যাত্রা শুরু করেছিল সাত মাস আগে।যে রোভারটি নাসার তরফে পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে রিয়েল টাইম ছবি তোলার জন্য অটোমেটিক যন্ত্র। এর ফলে ইতিমধ্যে মঙ্গলের মাটি থেকে তোলা প্রথম ছবি পাঠিয়েছে।খবরে বলা হয়েছে, মঙ্গলে নাসার এই যান অন্তত দুই বছর ধরে সেখানে অতীতে কোন প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানার চেষ্টা করবে।মঙ্গলগ্রহে নভোযান অবতরণের ১৪টি প্রচেষ্টা এর আগে নেয়া হয়েছে। এর মধ্যে সফল হয়েছে আটটি আর এর সবগুলোই ছিল আমেরিকান মিশন। তবে ১৯৯৯ সালে একবার নাসার মঙ্গল মিশন ব্যর্থ হয়েছিল। বিবিসি। সূত্র: উত্তেফাক।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD