স্টাফ রিপোর্টার : উপানুষ্টানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর অধীনে লীড এনজিও সেভ দ্যা কান্ট্রি ও সহযোগী সংস্থা পরিবর্তনের বাস্তবায়নে সিরাজগঞ্জের বেলকুচিতে “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের” বেজলাইন সার্ভে ওরিয়েন্টেশন বিষয়ক মত বিনিময় সভা গত ২৬ জানুয়ারী, মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি উপজেলা কার্যালয়ে পরিবর্তন পরিচালক আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট ম্যানেজার আতাউল হক এবং পরিবর্তনের সমন্বয়কারী রোখসানা খাতুন।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান বলেন, বেলকুচি উপজেলায় সরকারের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা এক সাথে কাজ করবো। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবর্তনকে সব ধরনের সহগযোগীতা করবেন বলে জানিয়েছেন তিনি।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আইজ্যাক মূর্মূ, জরীপ কর্মী মো: মনিরুল ইসলাম, মো: আব্দুস সালাম, মো: নূরুল ইসলাম, মো: রবিউল ইসলাম, মোছা: জুলেখা খাতুন; ভলান্টিয়ার মোছা: আমিনা খাতুন, মোছা: লিপি খাতুন, মোছা: খাদিজা খাতুন, মোছা: রেশমা খাতুন, মোছা: মাহমুদা খাতুন, মোছা: রাশিদা খাতুন প্রমূখ।
