বড়াইগ্রামে ভুয়া দুই চিকিৎসককে কারাদণ্ড

 
বড়াইগ্রাম প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রামে দুই ভুয়া চিকিৎসককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে, মোনায়েম খান ও গৌতম কুমার সরকার। এর মধ্যে মোনায়েম খানকে ৬মাস এবং গৌতম কুমার সরকারকে একবছর কারাদন্ড প্রদান করা হয়।ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান। এসময় আইন লঙ্ঘন করে ডাঃ পদবী ব্যবহার করায় মোনায়েম খানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়া নিজেকে আমিনা হাসপাতালের সহকারি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসক প্রদান করায় অপর ভূয়া চিকিৎসক গৌতম কুমার সরকারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান বলেন, ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ও ২৯ ধারায় এই কারাদন্ড প্রদান করা হয়েছে। ভূয়া চিকিৎসকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহৃত থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD