রায়গঞ্জ থেকে স.ম আব্দুস ছাত্তার : রায়গঞ্জে একটি ত্রুটিপুর্ণ বাস মেরামতকালে বাসের নিচে চাপা পড়ে এক মটর মেকানিক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চান্দাইকোনা ফিলিং স্টেশনের পাশে একটি মটর গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত মেকানিক রাশেদুল ইসলাম (২৬) উপজেলার চান্দাইকোনা উনিয়নের পশ্চিমলক্ষ্মীকোলা গ্রামের আব্দুস সামাদের ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়Ñ ঢাকা থেকে বগুড়াগামী তানজিলা পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৫-২৮৭৫) নামের একটি বাস ঘটনাস্থলে খারাপ হয়ে গেলে মটর মেকানিক রাশেদুল ঐ বাসের নিচে গিয়ে শুয়ে থেকে মেরামত কাজ করতে থাকে। এসময় চালক ইঞ্জিন স্টার্ট দিলে মেকানিক পিছনের চাকার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মর্মামন্তিক মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে। ঘাতক বাসটি থানা হেফাজতে রয়েছে। #
