ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

Spread the love

সিরাজগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযানে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ, মোঃ কাদের সরকার (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। আটককৃত ১। মোঃ কাদের সরকার (২৭) হলেন সিরাজঞ্জ জেলার সলঙ্গা থানাথীন কিসমত সলঙ্গা গ্রামের মোঃ সামছুল হক এর ছেলে। এ সময় তাদের নিকট হইতে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট ১ টি মোবাইলসেট ০১ টি সিমকার্ড এবং নগদ ১২ হাজার উদ্ধার করা হয়।
স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখ রাএি ২২.৪০ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন উত্তর পাড়াস্থ শ্রী শ্রী জগনাথ মন্দিরের সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মামলা রুজু করা হয় । প্রেস বিজ্ঞপ্তি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD