অভিজ্ঞতার মানুষ
মুফতি খোন্দকার আমিনুল আবদুল্লাহ
আমি মানুষ একই আছি,
আগের মতোই স্নিগ্ধ হাসি।
বয়স বাড়ে, কমে বন্ধু,
আত্মীয় আছে—নেই সে বন্ধু।
যেখানে পায়নি সম্মান-প্রেম,
সেই পথ ছেড়েছি নীরবেম।
আজ যারা করে সমালোচনা,
তাদের সঙ্গেই ছিল অন্তর-গাথা।
হাসি-কান্না ভাগ করেছি,
সুখ-দুঃখে পথ চলেছি।
তবু আজ তারা আঘাত হানে,
কঠিন বাক্যে মন ভাঙে।
আত্মীয় যখন খোঁচা মারে,
হাসি দিয়ে ঢাকি দ্বারে।
বন্ধুর তির বুক বিদ্ধ করে,
চুপচাপ সয়ে থাকি ঘরে।
এখন আমি অল্পতেই রাগি,
অল্প কষ্টে হৃদয় ভাঙি।
মানুষ চিনে বুঝেছি শেষে,
মানুষকেই ভয় হয় বেশে।
বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে,
আঘাত সয়ে শিক্ষা সঞ্চয়ে।
বুঝেছি শেষে এক কথায়—
যত আঘাত, তত অভিজ্ঞতায়।
ReplyReply allForward
|