তাড়াশে দুই যুবদল নেতার সাংবাদিক নির্যাতন – থানায় অভিযোগ 

Spread the love
নিজেস্ব প্রতিবেদকঃ
রাতের বেলায় গাছের সাথে বেঁধে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে নির্যাতনের অভিযোগ উঠেছে তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহব্বায়ক শুকুর মির্জার বিরুদ্ধে। (৭ অক্টোবর) মঙ্গলবার রাত আটটার দিকে মাসুমের নিজ বাড়ির আঙিনায় ডেকে নির্যাতন করেন বলে অভিযোগ ভুক্তভোগী সাংবাদিকের। আশরাফুল ইসলাম আসিফ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের চককলামুলা রানীরহাট এলাকার স্থায়ী বাসিন্দা ও দৈনিক সবুজ বাংলা পত্রিকার চলনবিল(সিরাজগঞ্জ) প্রতিনিধি । নির্যাতনের শিকার সাংবাদিক আসিফ নিজের নিরাপত্তার জন্য বুধবার তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের  করেছেন।
এদিকে মঙ্গলবার রাতে তাড়াশ অপরাধ নামা ফেসবুক পেজ থেকে নিজের সাথে ঘটে যাওয়া নির্যাতনের চিত্র তুলে ধরে লাইভ করেন আসিফ। তারপর থেকে নিন্দার ঝড় বয়ে চলেছে এ ঘটনার।
আশরাফুল ইসলাম আসিফ বলেন, সুফলভোগীদের পুকুর দখলের অভিযোগে রাজীব আহমেদ মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে মানববন্ধন করেন ও থানায় অভিযোগ দেয় সুফলভোগী সদস্যরা। এ নিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকাতে সংবাদ প্রকাশ হয়। বিশেষ করে মন গড়া অভিযোগ দিয়ে আমাকে গাছে বেঁধে মারধর করেন তাড়াশ উপজেলা যুবদলের এই দুই নেতা। আমাকে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
আসিফ আরো বলেন, তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়ার বাড়িতে ডেকে নেয় মাসুম ও শুকুর। ধাক্কা দিয়ে ফেলে দেয় বাড়ির উঠানে। পরে গাছের সাথে কিছুক্ষণ বেঁধে রেখে মারধর করেন ও আমাকে দিয়ে তাদের মত করে একটি স্বীকারোক্তির ভিডিও ধারন করেন। ‘ তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি নাকি আমি করেছি ’। তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক রাজীব আহমেদ মাসুম ও যুগ্ম আহব্বায়ক শুকুর মির্জা অভিযোগ অস্বীকার করে বলেন,  সাংবাদিক আসিফকে কোন রকমের নির্যাতন করা হয় নি।তাড়াশ উপজেলা যুবদলের আহব্বায়ক এফ এম শাহাআলম বলেন, সাংবাদিক নির্যাতনের কথা আপনার কাছে শুনলাম। সত্যতা রয়েছে কি না তা দেখা হবে।এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD