ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার (৬ অক্টোবর) ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উল্লাপাড়া উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় শহরে আনন্দ র্যালী হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা সাড়ে এগারোটায় র্যালী শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, সাবেক ডিআইজি বিএনপির পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব খান সাঈদ হাসান জ্যোতি, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমীর মাওলানা শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন প্রমূখ।সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত শুক্রবার ৩ অক্টোবর ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টে উল্লাপাড়া উপজেলা ও সিরাজগঞ্জ পৌরসভা যৌথ চ্যাম্পিয়ন হয়েছে