মোঃ রুবেল আহমেদ
হাজার মাইল পাড়ি দিয়ে অন্যদেশে বাস
একটু সচ্ছল জীবন কাটানোর নাম হলো প্রবাস।
দেশের মায়া মমতা পরিবারের আদর ভালবাসা ছেড়ে
হাজার মাইল পাড়ি দেই উড়োজাহাজে করে।
আমাদের চোখে থাকে জল বুকে ব্যথা মুখে থাকে হাসি
কভূও এ ব্যথা দেই না বুঝতে আমরা প্রবাসি।
বছরের পর বছর কাটাই বন্দী কয়েদির মতো
পরিবারের স্নেহ ভালবাসা ও দেশের মায়ামমতা থেকে আমরা বঞ্চিত।
ঘন্টার পর ঘন্টা কাজ করে ঘরে ফিরে ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস
আমরা প্রবাসি এর নাম প্রবাস।
আমরা হলাম টাকার মেশিন টাকা উৎপাদনের গাছ
মাসের শেষে টাকা পাঠিয়ে ছাড়ি দীর্ঘশ্বাস
আমরা হলাম প্রবাসি এর নাম প্রবাস।