সিরাজগঞ্জ(সলঙ্গা) থেকে ফারুক আহমেদঃ
শুধু আমশড়া গ্রামকে নিয়ে ২নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ড ২০১১সালে মেম্বর হিসেবে আতাউর রহমান আলহাজ নির্বাচিত হয়ে ছিলেন। তিনি গত নির্বাচনে মাত্র কয়েক ভোটে হেরে গিয়েছিলেন, বর্তামানে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ৩নং ধুবিল ইউনিয়নে আতাউর রহমান আলহাজ ফ্যান মার্কা পথিক নিয়ে নির্বাচন করছেন বলে যানা গেয়েছে, আতাউর রহমান আলহাজ সিরাজগঞ্জ সলঙ্গায় ৩নং ধুবিল ইউপি ২নং ওয়ার্ডে অন্যদের চেয়ে হিসাব – নিকাশে সবার চেয়ে এগিয়ে। আসন্ন্য ২য় দাফে ইউপি নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মত ধুবিল ইউপির বিভিন্ন দোকান পাঠের ওয়ালসহ গাছে গাছে ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেয়েছ এলাকায় জনসভা সমাবেশ, পথসভায় মাঠ সরগরম হয়ে উঠেছে। আমশড়া জোরপুকুর বাজারে এয়াকুব আলীর বড় চায়ের দোকানসহ সাড়া বাজারে ২নং ওয়ার্ডের স্থানীয় সর্বস্তরের জনগনের একটাই আলোচনা চেয়ারম্যান যেই হোক না কেন, আমরা এবার আমাদের যোগ্য পার্থী ২নং ওয়ার্ডের জন্য আতাউর রহমান আলহাজকে মেম্বর হিসেবে দেখতে চাই। ভোটাদের একটাই কথা ভাই বোনদের বলে যাই ফ্যান মার্কায় ভোট চাই। ডাকলে যারে কাছে পাই, সে আমাদের আতাউর রহমান আলহাজ ভাই। এবারের নির্বাচনে, ভোট দিবেন ভাই ব্যক্তি চিনে। কৃষক বলে শ্রমিক ভাই আতাউর রহমান আলহাজ ভাইকে মেম্বর চাই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এভাবেই প্রচার চলছে। ১১ই নভেম্বর রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী জনদরদী, গরীবের বন্ধু, সৎ ও নির্ভিক, তরুণ প্রজন্মের অহংকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান আমশড়া গ্রামে মুসলিম সম্তান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আমজাদ হোসেন মাতা
নির্বাচনী প্রচারসায় শত ব্যস্ততার মধ্যেও মেম্বর পথপ্রার্থী আতাউর রহমান আলহাজ এ প্রতিনিধিকে জানান, বিগত নির্বাচনে দ্বিধা – বিভাক্তির কারণে সামান্য ১ ভোটে পরাজিত হলেও আমার প্রিয় ২নং ওয়ার্ডবাসী আমাকে যেভাবে তাদের ভালবাসায় সিক্ত করে রেখেছেন তাতে আমি সকল ভোটারের প্রতি চির কৃতজ্ঞ। এবারের নির্বাচনে জয়ী হয়ে আমি তাদের ভালবাসার মূল্য দিতে চাই। তিনি আরো বলেন, আমি সির্বাচিত হলে ওয়ার্ডের অসমাপ্ত কাজকে সমাপ্ত করবো। জীবন দিয়ে হলেও ওয়ার্ডের রাম্তাঘাট,মসজিদ,মাদ্রাসা,কবরস্