“অনুমোদন পেল পদ্মার ডান তীর রক্ষা প্রকল্প”

Spread the love

অনলাইন ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ হাজার ২২২ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মার ডানতীর রক্ষা ও নদী শাসন প্রকল্পটি অনুমোদন হয়েছে। মঙ্গলবার (০২ জানুয়ারী) রাজধানীর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের ১৩ তম সভায় এ প্রকল্পটি অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রকল্পটি পাশ হওয়ার খবরে আনন্দে ফেটে পরে পদ্মা পাড়ের মানুষ। প্রকল্পটি পাশের দাবীতে দীর্ঘদিন যাবত মানববন্ধন, স্মারকলিপি ও গণঅনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল এলাকাবাসী। প্রকল্পটি পাশ হওয়ায় মঙ্গলবার বিকেলে নড়িয়া বাজারে নড়িয়া ও জাজিরার সর্বস্তরের জনগনের ব্যানারে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এর আগে নড়িয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হকের নেতৃত্বে ও নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকনের নেতৃত্বে দুটি পৃথক আনন্দ মিছিল বের করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD