স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিলুর রহমান হাবিব এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান (ঘোড়া প্রতীক) এর কর্মীসমর্থকদের লাঞ্ছিত এবং তার নির্বাচনী প্রচারে বাধাদেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগসূত্রে জানাযায়, ০২ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখে বিকেল সাড়ে তিন ঘটিকার দিকে আব্দুল হান্নানের নির্বাচনী প্রচার মাইক কাস্তা ও সেরাজপুর গ্রামে গেলে প্রতিপক্ষ প্রার্থী হাবিলুর রহমান হাবিব এর ভাই মো: জাহাঙ্গীর আলমসহ তার কর্মীরা প্রচার মাইক আটকিয়ে লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ঐ এলাকা থেকে তাড়িয়ে দেয়।
একই সময়ে গুড়মা গ্রামে আব্দুল হান্নানের কর্মীসমর্থকগণ বাড়ি বাড়ি ভোটচাইতে গেলে সেখানেও প্রতিপক্ষ নৌকার লোকজন নানা হুমকি ধামকি দিয়ে গ্রাম থেকে বের করে দেয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল কুমার জানান, অভিযোগ পেয়েছি, নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।