চলনবিল বার্তা ডেস্ক : সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় ৮ টি ইউনিয়নে ২৪৬৩ জন দুস্থ মহিলা উপকারভোগীর ১ কোটি ২০ লক্ষ ৫৬ হাজার ৬২২ টাকা সঞ্চয় ফেরত প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সরকারী মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ভিজিডি প্রকল্প ২০১৭-২০১৮ চক্রে স্থানীয় বেসরকারী সংস্থা পরিবর্তন পার্টনার এনজিও হিসেবে কাজ করে। এসময় তারা সচেতনতা প্রোগ্রাম ছাড়াও মোট ২৪৬৩ জন উপকারভোগীকে ৯টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। এছাড়া প্রকল্প মেয়াদকালে সংগৃহীত ২৪৬৩ জন উপকারভোগী দুস্থ মহিলার জমাকৃত সঞ্চয় ১ কোটি ২০ লক্ষ ৫৬ হাজার ৬২২ টাকা যথারীতি তাদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করেছে। তাড়াশ উপজেলা ইতিহাসে এই প্রথম এত অধিক পরিমাণ সঞ্চয়ের টাকা যথাযথভাবে মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। সে জন্য এমন কর্মক্ষেত্রে পরিবর্তন এর খ্যাতিপূলর্ণ রেকর্ড বটে।