ফারুক আহমেদ: সিরাজগঞ্জের সলঙ্গাতে বিজ তোলা থেকে চারা তুলে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চারা সংগ্রহ, হালচাষ,মই,সেচ, রোপণ কাজে মাঠে থাকছেন চাষীরা। কৃষকরা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশী ধানের চেয়ে প্রাধান্য দিচ্ছেন হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধানকে। বিগত বোরো ও আমন মৌসুমে ধানের বাম্পার ফলন ঘরে তোলায় এবার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে বোরো আবাদে মাঠে ব্যস্ত সময় পার করলেও বাজারে ধানের দাম কম থাকায় ঋনের বোজা মাথায় নিয়ে ধানের চারা রোপণে ব্যস্ত ত্রখানকার কৃষকরা। রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় চলতি বোরো মৌসুমে ১৯ হাজার ৪’শ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০ হাজার হেক্টর বোরো ধান চাষে চারা রোপন সম্পন্ন হয়েছে।
অত্র উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়াগ্রামের চাষী আব্দুল খালেক,আব্দুল মমিন,আকবার আলী,পলান সেখ,আব্দুর রাজ্জাক,ফারুক আহমেদসহ আরও অনেকেই জানান,কৃষকরা চারা রোপণে ব্যস্ত। তবে মাত্রাতিরিক্ত ইটভাটা থাকার ফলে যেমনটা কমেছে ফসলি জমির পরিমান ঠিক সেই পরিমাপে শ্রমিক সংকট থাকায় জমি চাষাবাদে বেগ পেতে হচ্ছে। এবারের বোরো মৌসুমে বিদেশি ধান বেশি রোপণ করা হচ্ছে। প্রকৃতির সহায় হলে গত বছরের মতো এ বছর ফসল ভালো হবে বলে জানান তাঁরা।