ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পা
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, অটোভ্যান চালক আশরাফ আলী ভাঙ্গুড়া বাজার থেকে কালিবাড়ি এলাকার দিকে যাচ্ছিলেন। কুমড়াডাঙ্গা এলাকার জামে মসজিদের সামনে পৌঁছে তিনি আবার ডান দিকে মোড় নিতে গেলে পেছন দিক থেকে আসা বেপরোয়া মোটর সাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশ লাইসেন্স বিহীন মোটর সাইকেল ,কলেজ পাড়ার বাসিন্দা ও চালক জাহিদ এবং একই এলাকার বাসিন্দা মোটর সাইকেল অরোহী সোহানকে আটক করেছেন।
এ ব্যপারে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ¦ মো. রাশিদুল ইসলাম জানান, ওই ঘটনায় লাইসেন্স বিহীন মোটর সাইকেল ও চালক সহ দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় মামলা হয়েছে।