লুৎফর রহমান: সিরাজগঞ্জের তাড়াশে শিল্প সাহিত্যের বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য পাঁচ জনকে চলনবিল সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। গত শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা পাবলিক লাইব্রেরীর হল রুমে কবি কণ্ঠে কবিতার আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুর রাজ্জাক রাজু।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি।কবিতায় মনিরুন নাহার, ছোটগল্পে নাহিদ হাসান রবিন, উপন্যাসে আনোয়ার রশীদ সাগর, প্রবন্ধে একে আজাদ ও ছোট কাগজ সম্পাদক হাদিউল হৃদয়।সাবিনা ইয়াসমিন বিনুর সঞ্চালনায় অন্যেদের বক্তব্য রাখেন, তাড়াশ পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম,রোখসানা রুপা, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মাসুদ, তাড়াশ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল কাদের,লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক হোসনেয়ারা নাসরিন দোলন, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন,বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকুল পরিবেশ সৃষ্টি করাই চলনবিল সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।“