ইন্দো-বাংলা টোয়েন্টিফোর ডটকম: জয়পুরহাটের কালাইয়ে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ ‘৫’ পেয়েছে ২৬৬ জন।
কালাই উপজেলা শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন জানান, উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৩টি কিন্ডার গার্টেন (কেজি) স্কুল থেকে ১ হাজার ৯শ’ ৭৫ জন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৯শ’ ১২ জন এবং অকৃতকার্য হয়েছে ৬৩ জন। পাশের হার ৯৬ দশমিক ৮০ শতাংশ। ফলা ফলে এগিয়ে মোলামগাড়ীহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ।