গুডবাই ২০১৭। একরাশ আশা এবং নতুন স্বপ্ন নিয়ে ২০১৮ কে স্বাগত জানাতে চলেছেন বিশ্ববাসী। নতুন বছর মানেই নতুন ‘রেজোলিউশন’, নতুন ভাবে বাঁচার শপথ। সেই সঙ্গে চলে শুভেচ্ছা বিনিময়। পরিবার-পরিজন, আত্মীয়-অনাত্মীয়, বন্ধু-শত্রু এমনকী পথচলতি মানুষকেও আমরা স্বাগত জানাতে ভুলি না। তবে একঘেয়ে মেসেজ পাঠিয়ে আমরা ক্লান্ত। চাই পরিবর্তন। চলুন দেখেনি নতুন বছরে কী ভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে চমকে দেবেন সকলকে।

• সবচেয়ে আগে বাবা-মাকে উইশ করতে চান কী? তাঁদের জানান আপনার জীবনে তাঁরা কতটা স্পেশাল। উইশ পাঠান এইভাবে।

via GIPHY

• বয়সে ছোট কাওকে উইশ করতে চান? দেখুন তো এইভাবে করতে পারেন কি না

via GIPHY

 

• বন্ধুকে উইশ করবেন? বলুন চিয়ার্স!!!

via GIPHY

• বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে উইশ করতে পারেন এই ভাবে

via GIPHY

• নতুন বছরের দিনও অফিস? বসকে উইশ করতে চান?

via GIPHY

• কাওকে পছন্দ করেন না? কিন্তু সৌজন্যের খাতিরে উইশ করতে হবে

via GIPHY

• আপনার পোষ্যই বা বাদ থাকে কেন, তাকেও উইশ করুন

via GIPHY

• সবশেষে নিজেকে উইশ করুন, এই ভাবে

via GIPHY