রাজশাহী: রাজশাহীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন প্রদানসহ ২১ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা শাখা।
শনিবার (১৯ মার্চ) দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বাবু রাজ কুমার সরকার, আব্দুর বারি ও অধ্যক্ষ আব্দুল রাজ্জাক।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক কর্মচারীদের অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতন প্রদানসহ তাদের দাবিকৃত ২১ দফা অবিলম্বে মেনে না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় তিন শতাধিক শিক্ষক ও কর্মচারী এ মানববন্ধনে অংশ নেন।