তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ইং (০৮-১৪জুন) এর উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারম’র সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) খালিদ মাহমুদ, পৌর মেয়র আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, এস এম আব্দুল রাজ্জাক, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক, মাগুরা বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার সহ আরো অনেকে।
ভূমি সেবা সপ্তাহ-২০২৪ইং উপলক্ষে সপ্তাহ ব্যাপী জনসচেতনতা সভা, ক্যাম্পেইন, ডকুমেন্টারি, প্রচার সহ সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য তথ্য কাম সেবা বুথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।