বিনোদন: শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় অভিনেত্রী আসিন। তার বর হতে যাচ্ছেন, মাইক্রোম্যাক্স মোবাইলের অন্যতম প্রধান রাহুল শর্মা। আসিন-রাহুলের বিয়ের ঘটকালি করেছেন অভিনেতা আক্শায় কুমার।
‘খিলাড়ি সেভেন এইট সিক্স’ সিনেমায় আসিনের সঙ্গে কাজ করার পরপরই বন্ধুর জন্য পাত্রী হিসেবে আসিনকে মনে ধরে আক্শায়ের। দুজনের পরিচয় হবার পর গণমাধ্যমের চোখের আড়ালেই গত কয়েক বছর ধরে চলেছে প্রেম।
মাইক্রোম্যাক্স মোবাইলের পণ্যদূত হয়েছিলেন আকশায় এবং তার স্ত্রী টুইঙ্কল খান্না। কিন্তু রাহুলের সঙ্গে আরও আগে থেকেই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আক্শায়ের।
এখনও স্পষ্টভাবে কিছু জানাননি আসিন। তবে টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, “আপাতত আমার পেশাগত দায়িত্বগুলো আমি একে একে শেষ করছি, যেন ব্যক্তিগত জীবনে আরেকটু বেশি সময় দিতে পারি। গত দুই বছরের মধ্যে আমি নতুন কোনো সিনেমার কাজে হাত দিইনি।”
আপাতত নতুন সিনেমা ‘অল ইজ ওয়েল’ – এর প্রচারে ব্যস্ত আছেন আসিন। এতে তার বিপরীতে দেখা যাবে অভিষেক বচ্চনকে।