রংপুর প্রতিনিধি : গৃহকর্তার ছেলেকে হত্যার দায়ে গৃহকর্মীর ফাঁসির দন্ড দিয়েছে রংপুরে একটি আদালত। গতকাল বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। দন্ডিত বন্দে আলী (৫০) রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা মাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম বলেন, কুড়িবিশ্বা মাটিয়াপাড়া গ্রামের বলরাম চন্দ্র রায়ের বাড়িতে কাজ করতেন বন্দে আলী ।