জিটিবি নিউট ডেস্ক ঃ রেলপথ মন্ত্রী মুজিবুল হকের অবস্থার অবনতি হয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে এই অবনতি হওয়ায় শুক্রবার মন্ত্রীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। বৃহস্পতিবার থেকে রেলমন্ত্রীর শরীরের অবস্থার অবনতি হতে থাকে। সঙ্গে সঙ্গেই তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেলমন্ত্রী মজিবুল হকের যকৃতে কয়েকটি ক্ষত ধরা পড়েছে। গত ১৭ জুলাই শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়। এর আগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে তিনি ভর্তি ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে আলসারে ভুগছিলেন।
রেলমন্ত্রী মজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিতা দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ৬৮ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। গত বছর তিনি কুমিল্লার চান্দিনায় বিয়ে করেন।