সিংড়া প্রতিনিধি ঃ নাটোরে সিংড়ায় ইসলামী আন্দোলনের বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সিংড়া মাছ আড়ৎ,আল কারিম বয়স্ক মাদ্রাসা হতে পতাকা মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ডে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আঃ সালাম ,সাধারণ সম্পাদক ,শাহ,মোস্তফা, ওলিউল্লাহ সেলিম, যুব আন্দোলনের ,সভাপতি আরিফুলইসলাম ,শ্রমিক আন্দোলনের সভাপতি আঃ আলিম, ছাএ আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।