তদন্তে প্রমাণিত হল আদিবাসীর বিরুদ্ধে মিথ্যে মামলা

Spread the love

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়নের সিংগারপাড়া গ্রামের দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলাটি তদন্তে মিথ্যে প্রমানিত হয়েছে। মৃত হিরুয়া মাহাতোর ছেলে জ্যোতিশ চন্দ্র মাহাতো ও গজেন্দ্রনাথ মাহাতোর নামে পাঁচ আগষ্ট মামলাটি দায়ের করেন একই গ্রামের প্রভাবশালী আসাদুল তালুকদার।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ওই গ্রামের মোস্তাকিন ও মোমিন দুইভাই কাটাগাড়ি বাজারে জ্যোতিশ চন্দ্র মাহাতো ও গজেন্দ্রনাথ মাহাতোর দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে তিন আগষ্ট আসাদুল তালুকদার ওই দুই ব্যবসায়ী ও তার বয়োবৃদ্ধ বাবা আব্দুস সালামকে পরিকল্পিতভাবে বেধরক মারপিট করে আহত করে। পরে থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এ নিয়ে পাঁচ আগষ্ট তাড়াশ থানায় একটি মামলা করেন আব্দুস সালামের স্ত্রী মর্জিনা বেগম। ঘর মালিক হিসেবে ওই মামলায় জ্যোতিশ চন্দ্র মাহাতো ও গজেন্দ্রনাথ মাহাতো স্বাক্ষী হওয়ার কারণে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সম্পূর্ণ মিথ্যে মামলাটি দেওয়া হয়। তদন্তে মামলাটি মিথ্যে ও হয়রাণীমূলক প্রমাণিত হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD