গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারের লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও এমসিএইচ ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মো. মাহমুদুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জাহাঙ্গীর আলম প্রধান, সহকারি পরিচালক আব্দুর রউফ মল্লিক ও হাসানুজ্জামান, রিজিওনাল কনসালটেন্ট মাহাবুব আলম, সহকারী কমিশনার (ভুমি) মো. মেহেদী হাসান শাকিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, মিজানুর রহমান সুজা, আইয়ুব আলী, আব্দুল বারী, মাহাবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোর্শেফুল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ প্রমুখ। কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।