গুরুদাসপুরে প্রদর্শনী উদ্বোধন

Spread the love

আবুল কালাম আজাদ।।

 নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২৫ ও ২৬ মে দুইদন ব্যপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে  সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন  করেন ইউএনও শ্রাবনী রায়।বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে  ইউএনও শ্রাবনী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্থানিয়ভাবে উদ্ভাবিত লাগসই বিভিন্ন প্রযুক্তি বিষয়ে ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রেজেন্টেশন করেন,  বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক প্রিন্সিপাল অফিসার ড. মো. আহসান হাবিব ওসাইন্টিফিক অফিসার মো. জসিম উদ্দিন। প্রেজেন্টশন শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন ,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ।সেমিনার শেষে  ইউএনও ও অতিথি বৃন্দ উপজেলা ক্যম্পাসে স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত প্রদর্শনির ষ্টল পরিদর্শন করেণ। মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের  ১৫ টি ষ্টলে বিভিন্ন প্রযুক্তিসামগ্রি প্রদর্শন করেছে।উপজেলা নির্বাহি অফিসার শ্রাবনী রায় জানান, নাটোর জেলার ৭ টি উপজেলার মধ্যে একমাত্র গুরুদাসপুর উপজেলাতেই বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে  উপজেলায় ২৫  ও ২৬ মে দুইদন ব্যপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে  সেমিনার  ও  প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।###

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD