ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ
ছাতা মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে পথচারীরা। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে সারা দেশের মতো সিরাজগঞ্জের উল্লাপাড়ায়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। টানা দুই দিন বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর ও রিকশা-ভ্যানচালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।টানা বৃষ্টির কারণে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে জমেছে পানি। ভোগান্তিতে পড়েছে নগরবাসী। কর্মজীবী মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।
অটো ভ্যানচালক সানোয়ার হোসেন বলেন, ‘গত দুই দিন বৃষ্টির কারণে তেমন একটা কাজ নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির জন্য জনগণ ঘর থেকে বের হচ্ছে না। এদিকে বৃষ্টির কারণে আমাদের ব্যাটারিচালিত অটো-ভ্যানেরও ক্ষতি হচ্ছে। বৃষ্টির পানি পিকআপ ও ব্যাটারির মধ্যে প্রবেশ করায় তা নষ্ট হয়ে যাচ্ছে।’আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে আশা করা যায় আগামীকাল থেকে অবস্থার উন্নতি হ
|
|
|
|