বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শুকুর মাহমুদ
কথাসাহিত্যিক ও কলামিস্ট, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
মানব জীবনে বেঁচে থাকার নির্ভরতা
কাম ক্রোধ লোভ মোহ লালসার প্রত্যাশা।
দম ফুরালেই শেষ হবে সকল আশা
তবুও আমার শেষ প্রত্যাশা নিয়ে কিছু কথা।
হে মুমিন মুসলিম ভাই,
মউতের আগে কিছু প্রত্যাশার কথা বলে যাই।
কেউ যদি আসতে করে দেরি
তার প্রতিক্ষায় না থেকে সমাহিত করবে তাড়াতাড়ি।
গোসল করায়ে কাফন পড়াবে
করণীয় করবে মউতের কল্যাণে।
ভিন্ন এলাকায় কিংবা প্রবাসে যদি হয় মরণ
বহন করিও না লাশ জন্মস্থান করিয়া স্মরণ।
যদি হা-হুতাশ আর উচ্চ স্বরে মউতের বিলাপ করে
তাতে ভালোবাসার স্থলে বিপরীত হবে ওপারে।
স্বজোরে করিও না আওয়াজ মরদেহ বহনে
মনে মনে পড়িও কলেমা ওপারের কল্যাণে।
বেগানা নারী যদি না দেখে মউতের মুখ
তাতে হতে পারে ওপারের সুখ।
বাঁশ কাটবে-তালাই বহনে
ধুমপায়ী কেউ না আসুক কবরের আয়োজনে।
জানাযা পড়াবে স্বজনে কিংবা আলেম দেখে
দোয়া হবে সকল বিতর্কের উর্দ্ধে থেকে।
কোরআন ও সুন্নাহে তা কয়
মউতের জানাযা একবারই শুধু হয়।
কোরআন-সুন্নাহে যদি না কয়
প্রীতিভোজ জিয়ারত খাওয়ানো উচিৎ নয়।
ইসলাম পরিপন্থি কিছু করিও না মরণে
এটাই প্রত্যাশা আমার রাখিও স্মরণে।
কবরে সৌধ নির্মাণ যেন না হয়
চাদর আগরবাতি পুস্পস্তবক দেয়া উচিৎ নয়।
মুমিন মুসলিম আত্মীয়-স্বজন
করিও দোয়া কবরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ।
থাকবে না যেদিন কোন আশা-প্রত্যাশা
তখনো থাকবে আমার একই প্রত্যাশা।