পয়লা বৈশাখের অঙ্গীকার

Spread the love

মোঃ রায়হানুল আলম (রায়হান)
আমরা মাছে ভাতে বাঙালি। ১লা বৈশাখ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় উৎসব/দিবস। বাঙালি হিসেবেও আমাদের আছে বাংলা সন, মাস, দিন, বছর। এ বছর বাংলা ১৪২৬ বঙ্গাব্দ। বাংলা ১২ মাসের নাম যথাক্রমেÑ বৈশাখ, জৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। বাংলা ৭ দিনের নাম যথাক্রমেÑ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র। বাংলা নয় টি সংখ্যা যথা- ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯। এছাড়া মুল্যহীন মূল্যবান সংখ্যা যোগ হয় “০” (শূন্য)। মূল্যহীন এ শূন্য সংখ্যার ডানে বা পরে বসলেই তখন তা হয় অনেক মূল্যবান । আমাদের স্বরবর্ণÑ অ, আ, ই, ঈ, উ,্্ ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ। ব্যঞ্জনবর্ণ যথাÑ ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, ৎ ঃ ঁ। আমাদের জাতীয় পতাকা সবুজের বুকে লাল উদিয়মান সূর্য । আমাদের জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল ও জাতীয় খেলাÑ হা-ডু-ডু। আমাদের দেশ নদী, পাহাড় ও সবুজের সমারোহ। এখন আমার প্রশ্ন (?), ১লা বৈশাখ ইংরেজী তারিখ মোতাবেক ধরলে ১৪ই এপ্রিল না বলে ১লা বৈশাখই বলি। কারণ ১৪ই এপ্রিল ইংরেজি তারিখ আর বাংলা হল ১লা বৈশাখ।
আমাদের বাঙালি জাতির আরো তিনটি দিবস যেমনÑ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যা ১৯৭১ সালে ছিল পৌষের ২ তারিখ। ২১শে ফেব্রুয়ারী বাংলা ৮ই ফাল্গুন এবং ২৬শে মার্চ বাংলা ১২ চৈত্র। এসব দিবসসহ জন্মদিন, মৃত্যুবার্ষিকী, বিয়ের তারিখ, সুন্নাতে খাতনা, শুভ হালখাতা সব তারিখই বাংলা তারিখ হিসেবে পালন করা হোক। যেহেতু আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা ভাষায় তারিখ, মাস, সন সবই আছে। আমাদের প্রত্যাশা, আমরা বাঙালি জাতি হিসেবে ইংরেজির পরিবর্তে বাংলা তারিখগুলো ঐ সব দিবস হিসেবে পালন করে আমাদের ঐতিহ্যকে সমগ্র বিশ্ববাসির নিকট সর্বোচ্চ শিখরে স্থান করে দেয়া। আমাদের পোশাক, খাবারে আছে আলাদা পর্দা বা মর্যাদা, গর্ব ও ঐতিহ্য। পানতা ভাত, ইলিশমাছ, পাঞ্জাবী, লুঙ্গি, লাল পেরে সাদা শাড়ী। আমাদের বাংলা সিনেমা, নাটক, কবিতা, গল্পে, গানে আছে সামাজিকতা, আবেগ, ঐতিহ্য, আন্তরিকতা ও শ্রদ্ধাবোধ। আমাদের পোশাক শিল্প, ঔষধ শিল্প সমগ্র বিশ্বেই সমাদৃত। তাই আমাদের উচিত সব ক্ষেত্রেই যেমনÑ জাতীয় দিবস পালন, সাইন বোর্ড লেখা, দিন, মাস, বছর, তারিখ গণনা, সাহিত্য সংস্কৃতি, পোশাক, খাবার প্রতিটি ক্ষেত্রেই বাংলার ঐতিহ্য অনুসরণ করে সমগ্র বিশ্ববাসির কাছে তুলে ধরা হোক। এটা বয়ে আনবে আমাদের খ্যাতি, সুনাম ও গর্ব। ১লা বৈশাখে এটাই হোক আমাদের অঙ্গীকার।

রায়হানুল আলম : কবি ও লেখক , চর বেলতৈল, শাহজাদপুর, সিরাজগঞ্জ। ০১৭৮৬-০৬১২৩৩

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD