অনলাইন ডেস্কঃ মন্ত্রণালয় বণ্টনে আজ বুধবার রদবদল আনা হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এই তথ্য জানান। নতুন শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে একেএম শাহজাহান কামালকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বর্তমানে তাকে দেওয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমকে দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ে। অন্যদিকে নতুন মন্ত্রীদের মধ্যে মোস্তফা জব্বারকে ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। পানিসম্পদমন্ত্রী আনিসুল হক পেয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে একেএম আনোয়ার হোসেন মঞ্জুকে দেওয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। নারায়ন চন্দ্র চন্দ আগে মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এখন তাকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন। এখন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে নতুন শপথ নেওয়া রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রনালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।