অনলাইন ডেস্কঃ জয়পুরহাটের কালাই উপজেলার দৈনিক মাতৃছায়া পত্রিকার সাংবাদিক ও ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রী কলেজের প্রভাষক তানজির আহমেদ সাকিবের একমাত্র তনয়া সিদরাতুল মুনতাহা তূর্ণা রোকেয়া হায়দার মেমোরিয়াল একাডেমী থেকে বরাবরের মত নার্সারিতে সর্বমোট ২১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ২0৮৩ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।তূর্ণার আম্মু তেলিহার কমিউনিটিতে কর্মরত সিএইচসিপি খাতুনে জান্নাত লাকী মেয়ের ভালো ফলাফলে সবচেয়ে বেশি আনন্দিত হয়ে সকলের নিকট দোয়া চেয়ে বলেন,সে যেন আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং বড় হয়ে দেশ ও দশের সেবা করতে পারে। সেই সাথে অত্র প্রতিষ্ঠানের পরিচালক,প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক মন্ডলীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।