অনলাইন ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ট্রাক উল্টে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যাক্তি কিশোরগঞ্জ তারাপাশা এলাকার বাসিন্দা সুধীর বর্মন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে।কটিয়াদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আখতারুজ্জামান জানান, সকালে তেভাগা এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরগঞ্জগামী একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাক চালকের পাশে বসা মাছ ব্যবসায়ী সুধীর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সুধীরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।