অনলাইন ডেস্কঃ “শিক্ষাই জাতির মেরুদন্ড” একথা যেমন বলার অবকাশ রাখে না। ঠিক তেমনি একজন মেয়ের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার কোন অবকাশ রাখে না ! একজন শিক্ষিত মা’ই পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে।” আর এ শিক্ষা অর্জন যদি একমাত্র বাল্যবিবাহের কারণে নৎসাত হয়ে যায়, তাহলে জাতি বিরাট হুমকির মুখে পড়বে। আসুন আমরা বাল্যবিবাহ দেওয়া থেকে বিরত থাকি। আর মেয়েদেরও নিজ নিজ দায়িত্ব থেকে বাল্যবিবাহ থেকে নিজেকে বিরত রেখে উচ্চ শিক্ষায় হোন।”
সোমবার সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনে সারিয়াকান্দি শিক্ষক সমিতির আয়োজনে, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য-৩৬, কৃষিবিদ আব্দুল মান্নান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শেখ হাসিনা সরকার , শিক্ষা বান্ধব সরকার। এ সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ থেকে শুরু করে ১ম শ্রেণি হতে ডিগ্রী পর্যন্ত ছেলে-মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর পাসের হার শতকরা ৬৭{1e44cd37dec66502ca56e0aaeddf819b965aae5cc3d20cd7cd7ac058420482de} থেকে ৭৫{1e44cd37dec66502ca56e0aaeddf819b965aae5cc3d20cd7cd7ac058420482de} এ উন্নিত করেছেন। আর সারিয়াকন্দিতে বর্তমানে পাসের হার শতকরা ৮০{1e44cd37dec66502ca56e0aaeddf819b965aae5cc3d20cd7cd7ac058420482de}। শিক্ষার এ উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে পূণরায় নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য এবং সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেখ দুলু, সহ-সভাপতি অধ্যক্ষ সা’দত হোসেন, মনতাজুর রহমান সরদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সহ আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্বে করেন, সারিয়াকান্দি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুল কাদের।