চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ টি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। ভোলাহাটের দলদলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হলো, ভোলাহাটের পীরগাছি এলাকার আবুল কাশেমের ছেলে তুষার আহমেদ(২০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সোয়া ৪ টার দিকে ভোলাহাটের দলদলী এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এসময় তুষার আহমেদকে দুইটি ৭.৬৫ মি.মি বিদেশী পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানায় র্যাব।